অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের।

0
16

নিজস্ব সংবাদদাতা, মালদা,৩ সেপ্টেম্বর :- অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের। মঙ্গলবার ভোর থেকে আর জি কর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা, অভয়াদের প্রত্যেককে যেন সঠিক বিচার পায়, আগামী দিনে কর্ম ক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি, যাতে এরকম নারীকে ঘটনা আর না ঘটে, চারিদিকে বিষাক্ত বাতাবরণ আবহাওয়ার শুদ্ধিকরণ এর জন্য মঙ্গলবার ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় মালদা শহরের রাজ হোটেল মোড়ে। গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে নাম সংকীর্তনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, সংস্থার চেয়ারপারসন চিত্রা সরকার, বৈষ্ণব ভক্ত রঘুনাথ দাস, রাজদীপ সেন, নন্দিতা সেন সহ অন্যান্য ভক্তরা। এই বিষয়ে চিত্রা সরকার বলেন,আর জি কর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা, অভয়ারা যেন প্রত্যেককে সঠিক বিচার পায়, আগামী দিনে কর্ম ক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি, যাতে এরকম নারকীয় ঘটনা আর না ঘটে, চারিদিকে বিষাক্ত বাতাবরণ আবহাওয়ার শুদ্ধিকরণ এর জন্য মঙ্গলবার ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় রাজ হোটেল মোড়ে। সূর্যাস্ত পর্যন্ত চলবে সংকীর্তন।