কুচক্রীদের ফাঁদ থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন।

0
13

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ডুয়ার্সের চা বলয়ে দিন প্রতিদিন বেড়েই চলেছে বাল্যবিবাহ, অসুরক্ষিত গর্ভধারণ‌ সহ বিভিন্ন সামাজিক অপরাধ। শুধু তাই নয়, বৃদ্ধি পেয়েছে অনলাইন প্রতারণা। সাইবার হ্যাকাররা ইন্টারনেট ব্যবহার করে টাকা আদায়ের জন্য কখনো যৌনতার ফাঁদ পাতছে , আবার কখনো ওটিপির মাধ্যমে একাউন্ট শূন্য করে দিচ্ছে। কুচক্রীদের এমন ফাঁদ থেকে নিজেদের রক্ষার জন্য সমাজকে সচেতন করতে কোমর বেঁধেছে ডুয়ার্সের স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন। ডুয়ার্সের বিভিন্ন বিদ্যালয় এবং কলেজে পড়ুয়াদের সাইবার সুরক্ষা, মানব পাচার, শিশু সুরক্ষা ,বাল্য বিবাহ, পকসো আইন এবং অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন সংস্থার কর্ণধার অভিষেক ঘোষ। মঙ্গলবার এমনই একটি শিবির অনুষ্ঠিত হয় ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে। বিদ্যালয়ের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এই সকল বিষয়ে সচেতন করেন অভিষেক বাবু। বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, এই শিবির থেকে সাম্প্রতিক সময়ের অপরাধ এবং তার থেকে নিজেদের রক্ষা করার সাধারণ কিছু উপায় জানা গেল। স্নেহ ফাউন্ডেশন এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা দে। তিনি বলেন, এইরকম সচেতনতা অনুষ্ঠান প্রত্যেকটি স্কুল এবং কলেজে হওয়া উচিত, তবে ছেলে-মেয়েরা ভালো মন্দের বিচার করতে পারবে।