কোলাঘাটে কৃত্রিম হাত-পা প্রতিস্থাপন ।

0
14

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজার রাধামাধব মন্দির প্রাঙ্গণে ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয় সোমবার। এইদিন সম্পূর্ণ বিনাব্যায়ে এই পরিষেবায় আগে থেকে যোগাযোগের ভিত্তিতে রাজ্যের ষোলটি জেলার প্রায় দুশোজন মানুষ এতে উপকৃত হবেন। এনারা পথ দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন কারণে নিজেদের হাত বা পা হারিয়েছেন চিরতরে। এই কর্মশালায় প্রয়োজনীয় সামগ্রী ও যন্ত্রপাতির মাধ্যমে একটি অস্থায়ী কারখানা গড়ে তোলা হয়েছে বলা যায়। ভিন রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ কর্মীরা দিনরাত এক করে যার যার মত ম্যাচিং কৃত্রিম হাত পা তৈরি করে চলেছেন। আয়োজকদের পক্ষে সন্তু হাজরা জানিয়েছেন, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ সহ দূর দুরান্তের পেসেন্ট সহ তাদের বাড়ির লোকেদের এখানে থাকা খাওয়া সহ সব রকম ব্যবস্থা সাধ্যমত গড়ে তোলা হয়েছে। ভিনরাজ্য থেকে আগত এই বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক সুমন সিং বলেছেন, “আমরা দেশজুড়ে এই কাজ করছি। অনেক জায়গাতেই এই ক্যাম্প হয়। কেবল এই রাজ্য নয়, এত সংখ্যক অঙ্গহীনদের নিয়ে এই ধরণের কর্মযজ্ঞ সচরাচর দেখা যায়না। “আর্টিফিসিয়াল লিম্ব তৈরীর ক্ষেত্রে কোলাঘাটের এই অ্যারেঞ্জমেন্ট খুবই উল্লেখযোগ্য বলা যায়। ক্যাম্পটি চলবে আট সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ কাল ধরে।

আয়োজনে কোলঘাটের “সংকেত দুর্গাপূজা কমিটি, সহযোগিতা করছে কলকাতার সতী চ্যারেটিবল ট্রাস্ট।