পিএইচএর পাইপ চুরির তদন্ত নেমে সাতজনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

0
38

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-পিএইচএর পাইপ চুরির তদন্ত নেমে সাতজনকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। গত পয়লা আগস্ট এবং ১৪ ই আগস্ট দেওয়ানদীঘি থানায় পিএইচির পাইপ চুরির অভিযোগ জানানো হয়। তারপরই তদন্তে নামে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে তদন্তে মোট ১৭০ টি পাইপ উদ্ধার করা হয়। শুধুমাত্র দেওয়ানদিঘী থানা নয় পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন থানাতেও থেকেও এই পাইপ চুরির অভিযোগ জমা পড়ে। তারপরই পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে হাওড়া থেকে দুজন কলকাতা থেকে দুজন এবং মুর্শিদাবাদ থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে শুরু মহিলাদের আত্মরক্ষার জন্য বিশেষ ট্রেনিং ক্যাম্প । পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে এই প্রজেক্ট এর নাম দেওয়া হয়েছে অপরাজিতা। সেপ্টেম্বরের সাত তারিখ ৮ তারিখ এই বিশেষ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে শহর বর্ধমানের পুলিশ লাইন মাঠে। বিশেষ কোচ দিয়ে অনুশীলন করানো হবে মহিলাদের। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই ট্রেনিং ক্যাম্পে নাম দিয়েছেন। এই দুই বিষয় নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আমনদীপ।