বন্যা কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসের সাংসদ ও বিজেপির সাংসদদের বিরুদ্ধে একরাস খোভ উগ্রে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা:- বন্যা কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসের সাংসদ ও বিজেপির সাংসদদের বিরুদ্ধে একরাস খোভ উগ্রে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি আরো বলেন সাংসদরা এখানে আসছেন না অথচ বড় বড় কথা বলছেন মানুষের পাশে সর্বদাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বন্যা কবলিত এলাকায় বানভাসীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।জলে পা ভিজিয়ে দুটো ছবি তুলে নিলাম, আর তাতেই বন্যা পরিস্থিতি দেখা হয়ে গেল, এটা কোন কাজ না। অথচ মালদার দুই সাংসদ এমনটাই করছেন। বানভাসীদের সমস্যা শোনার সময় ওদের কাছে নেই। রবিবার দুপুরে মানিকচক ব্লকের ভুতনি এলাকার গঙ্গায় প্লাবিত বানভাসিদের সঙ্গে দেখা করার পর সরাসরি মালদার কংগ্রেস এবং বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে এই ভাবেই কড়া সমালোচনা করেছেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন মানিকচকের বানভাসীদের আশ্রয় কেন্দ্রে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক নীতির সিঙ্ঘানিয়া, মানিকচকের তৃণমূল দলের বিধায়ক সাবিত্রী মিত্র সহ প্রশাসনের পদস্থ কর্তারা। এরপর মানিকচক ব্লক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রশাসনিক স্তরে বৈঠক করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তারপরে সাংবাদিক বৈঠকেই দক্ষিণ মালদা এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে ভাঙ্গন ও বন্যা পরিস্থিতি নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন কংগ্রেসের সাংসদ গনি খান চৌধুরী ছিলেন তার সময় অনেক কাজ হয়েছে মানুষকে ভাবতে হয়নি বিপদে সে সবসময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আর বর্তমানে দুই সাংসদ কোন কাজ না করে নোংরা রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষ প্রচুর ত্রাণ পেয়েছে।সেচ দপ্তরের পক্ষ থেকে প্রচুর পরিমাণে কাজ হয়েছে কত দু বছরের মানিকচকে সব থেকে বেশি কাজ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে রাজনীতির চক্রান্তের জন্য আমাদের বাংলাকে বারবার বঞ্চিত করা হচ্ছে। মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় আছেন এবং বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন আমরাও পাশে আছি যদি কোন অভিযোগ থাকে তাহলে আমাদের জানাবেন আমরা সব রকম সাহায্য করবো বলে আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন।