নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে মৃত্যু হলো তিনজনের। ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গারামপুর থানার ভাদ্রা তারোপাড়া এলাকায়। বিষাক্ত গ্যাস নির্গত হয়েই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান।
পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মিস্ত্রি হান্নান মিয়া, (35), স্রমিক ভানু রায় (45) ও রোহিত মোল্লা (১৫)। সকলের বাড়ি একই এলাকায়।
স্থানিয় সূত্রে খবর ওই এলাকার বাসিন্দা মকবুল হোসেনের বাড়ীতে সেপটিক ট্যাংকের কাজ করছিল হান্নান মিয়া ও ভানু রায়। কাজ করার সময় হঠাওই অসুস্থ হয়ে পড়ে তারা।সেইসঙ্গে রোহিত মোল্লা নামে এক কিশোরও অসুস্থ হয়ে পড়ে বলে খবর। তাদের চিৎকারে ছুটে আসে এলাকার মানুষজন।এরপরেই অসুস্থদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তিনজনকে।
স্থানীয়দের অনুমান ট্যাংকি থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয়েই মৃত্যু হয়েছে তাদের। এদিন এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর পুলিশ মৃতিদেহ গুলি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই বিষয়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান।