দক্ষিণ দিনাজপুর জেলায় সব থেকে বৃহত্তম ঠাকুরের গহনা বানিয়ে তাক লাগালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গহনা শিল্পী বালুরঘাটের দেবজ্যোতি মহরা।

0
27

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – বিদেশের মাটিতে গহনা যাওয়ার পর এবার দক্ষিণ দিনাজপুর জেলায় সব থেকে বৃহত্তম ঠাকুরের গহনা বানিয়ে তাক লাগালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের গহনা শিল্পী বালুরঘাটের দেবজ্যোতি মহরা। আগের বছর দুর্গা পুজোয় শিল্পী দেবজ্যোতি মহরার হাতের তৈরি গহনা বিদেশের মাটিতে পারি দেয় আগের বছরের মতোন এবারও বিদেশের মাটিতে পৌঁছে গেছে গহনা। তবে এবার জেলাতে সবথেকে বড় প্রতিমার গহনা বানিয়ে জেলায় তাক লাগিয়ে দিলো দেবজ্যোতি মহরা। উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেট পুজো গুলীর মধ্যে অন্যতম কচিকোলা ক্লাব, এবার এই ক্লাবের দুর্গা প্রতিমার সব চেয়ে বড় গহনা তৈরি হচ্ছে জেলায়। শিল্পী দেবজ্যোতি মহরার হাতে তৈরি সব হচ্ছে সব চেয়ে বড় গহনা। মুকুটের মাপ সাড়ে ছয় ফিট, মালা ছয় ফিট, আঁচল আট ফিট। প্রাকৃতিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে ঠাকুরের গহনা। হাতে গুনে আর মাত্র দুটি মাস বাকি তারপরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব এই মুহুর্তে চরম তম ব্যস্ততা লক্ষ করা যাচ্ছে। প্রতিমা শিল্পী থেকে গহনা প্রস্তুত কারক সবেরি এখন চরম তম ব্যস্ততা। কলকাতার পাশাপাশি জেলাও কোনো অংশে কম যাবে না সেই বার্তাই পাওয়া যাচ্ছে। কলকাতার পুজোয় পাশাপাশি এবারে দক্ষিণ দিনাজপুর জেলাও টক্কর দিতে একেবারে প্রস্তুত। এক কথায় বলা যায় জেলায় সব থেকে বড় গহনা বানিয়ে তাক লাগাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা। এক প্রকার ব্যাপক সারা ফেলবে এবারের পুজো বলে জানা যায়।