নিজস্ব সংবাদদাতা, মালদা—হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারবর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বামফ্রন্ট নেতৃত্ব। সুবিচার পাওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগালেন পরিবারের সদস্যদের। বুধবার জেলা বামফ্রন্টের প্রতিনিধি দল নির্যাতিতার বাড়ি যান, সেই প্রতিনিধি দলে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে, সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার, ফরওয়ার্ড ব্লকের নেতা প্রকাশ দাস, সিপিআইএম নেতা প্রণব দাস সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন হবিবপুর ব্লক বামফ্রন্টের একাধিক নেতানেত্রী। তারা সকলে মিলে এদিন সকালে নির্যাতিতার বাড়ি যান। তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন।’ তাদের কোনরকম ভয়ভীতি, প্রলোভনে না পড়ে’মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে সুবিচার পেতে লড়াই চালিয়ে যাওয়ার সাহস যোগান।এছাড়াও তাদের পাশে থাকার বার্তা দেন।
Home রাজ্য উত্তর বাংলা হবিবপুরে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় বুধবার সকালে নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারবর্গের পাশে...