আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে বিধায়কের নৃত্য উৎসব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস।

0
31

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গত ৯ই আগস্ট আরজিকরে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের গ্ৰেফতার ও শাস্তির দাবিতে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে আপামোর দেশ বাশি।এই ঘটনায় বৃহস্পতিবার পথে নামলো প্রদেশ কংগ্রেস জেলা সদস্যরা।পথে নেমে বিধায়কের উদ্যোগে নৃত্য উৎসবের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেসের সদস্যরা। এদিনের মিছিলে প্রদেশ কংগ্রেস সদস্য গৌরব সমাদ্দার বলেন আরজিকরে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে গোটা দেশের মানুষ।আর এখান নৃত্য উৎসব করতে চলেছেন বিধায়ক।এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।তবে বিধায়কের সাথে যোগাযোগ করতে না পারার জন্য তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।