নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:-আরজি করের ঘটনার প্রতিবাদে ফালাকাটায় বিজেপির তরফে পথ অবরোধ করা হল। এদিন রাজ্য জুড়ে আরজি করের ঘটনার প্রতিবাদে চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেয় বিজেপি।আলিপুরদুয়ারের ফালাকাটার মেন রোড ট্রাফিক মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন ছিলেন বিজেপির ফালাকাটা টাউন মন্ডল সভাপতি চন্দ্রশেখর সিনহা সহ অনেকেই।