কাঁচডহরী গুইয়াদহ হাই মাদ্রাসাতে বাল্যবিবাহ শিশু সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন।

0
10

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- একটি গ্রাম পঞ্চায়েত। বছরে বাল্য বিবাহের সংখ্যা ১১৫ টি, আর কম বয়সে মা হওয়ার সংখ্যা ৯৭ জন । চিত্রটা যখন এই রকম, তখন ওই পঞ্চায়েতের একটি স্কুলে ছাত্র-ছাত্রী,অভিভাবক, পঞ্চায়েত কর্তৃপক্ষ ও শিক্ষক শিক্ষিদের নিয়ে বাল্য বিবাহের কুফল ও আইনের বিভিন্ন দিক নিয়ে একটি আইনি সচেতনতা শিবির করলো পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ।জেলার গড়বেতা তিন নম্বর ব্লকে অবস্থিত ওই পঞ্চায়েতের নাম কড়সা-২ গ্রাম পঞ্চায়েত। শুক্রবার কাঁচডহরী গুইয়াদহ হাই মাদ্রাসাতে আয়োজিত এই শিবিরটিতে উপস্থিত ছিলেন আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা, গড়বেতা-৩ ব্লকের সমাজ কল্যাণ আধিকারিক শুকদেব হালদার সহ অন্যান্যরা।এইদিন শিবিরে বাল্য বিবাহের কুফল, শিশুদের যৌন নির্যাতন, শিশুশ্রম, শিশুদের বিভিন্ন অধিকার ও সুরক্ষার বিষয়ে বিশদে আলোচনা করেন আইনী সহায়ক কাজী মহম্মদ মুর্তজা। তিনি বিধবা মহিলাদের স্ব-আধার হোমে রক্ষনাবেক্ষন ও তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কর্তৃপক্ষের বিনা মূল্যে আইনি পরিষেবার বিষয়টি সহ লোক আদালতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।