দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে সাত দফার দাবী নিয়ে করা হলো অবস্থান বিক্ষোভ। তাদের দাবী সমুহ তাদের বকেয়া ভাতা অবিলম্বে প্রদান করতে হবে,সাথে আরজি কর কান্ডে অভিযুক্ত দের চিহ্নিত করে ফাসির সাজা দিয়ে দৃস্টান্ত সৃষ্টি করতে হবে,এবং এরপর জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে আসে সংগঠনের পক্ষথেকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স দক্ষিণ দিনাজপুর শাখার পক্ষ থেকে সাত দফার দাবী...