বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুট প্রধানের হাতে দেওয়া হল।

0
10

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুট প্রধানের হাতে দেওয়া হল।শুক্রবার দুপুরে বিজেপি হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু সহ বিজেপির কর্মী সমর্থকরা, তারা প্রথমে কলোনী থেকে শুরু একটি বিক্ষোভ মিছিল বের করে যা গোটা কলোনি পরিক্রমা করে গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের সামনে গিয়ে বিক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকে সে বিক্ষোভকে ঘিরে অঞ্চলের ভেতরে ঢুকতে না দেওয়া কে ঘিরে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি শুরু হয় পুলিশের সাথে বিজেপির কর্মী সমর্থকদের। যদিও পড়ে ডেপোরেশন জমা দেওয়া হয় প্রধানের হাতে। প্রধান আশ্বাস দিয়েছে এই দুর্নীতি থেকে করাভাবে পদক্ষেপ নেওয়া হবে। হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু বলেন– বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে আর্থিক দুর্নীতির কাজ করছেন প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা।তৃণমূল প্রধান তারা বিরোধীদের না জানিয়ে অনিয়মে টেন্ডার করা হচ্ছে বলে অভিযোগ। দুর্নীতি করা হচ্ছে বিরোধী দলের সদস্যদের আড়াল করে টেন্ডার করা হচ্ছে সেকেন্ডার কাগজ পাতি সঠিকভাবে না দেখাতে পারলে আগামী দিনে প্রধানকে অপসারণ করা হবে বলে জানিয়েছেন হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু।