নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বি.সি.কে.ভি) মোহনপুর নদীয়ার ৫১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সাড়ম্বরে অনুষ্ঠিত হল সাব ক্যাম্পাস শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে। আর এই অনুষ্ঠান উপলক্ষে বাঁকুড়ায় এলেন দুখু মাঝি। দুখু মাঝি হলেন পশ্চিমবঙ্গের একজন সক্রিয় নামকরা পরিবেশবিদ, যিনি ২০২৪ সালে সর্বোচ্চ অসামরিক পদ্মশ্রী সন্মানে ভূষিত হন। বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বি.সি.কে.ভি) মোহনপুর নদীয়ার ৫১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল সাব ক্যাম্পাস শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত “গাছ দাদু” নামে পরিচিত দুখু মাঝি।
শুশুনিয়া কৃষি মহাবিদ্যালয়ে এসে পদ্মশ্রী ভূষিত দুঃখ মাঝি বলেন যে যেখানেই সবুজের আহ্বান সেখানেই তিনি। এমনিতেই মহাবিদ্যালয় রয়েছে প্রচুর গাছগাছালি। দুখু মাঝি কৃষি মহাবিদ্যালয় ছাত্র ছাত্রীদের আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। বাঁকুড়ার মাটি রুখা শুখা, অনেকটাই পুরুলিয়ার মত। তিনি বলেন, “পরেরবার যখন আসব তখন যেন আরও সবুজ দেখতে পাই।” বাঁকুড়ার এই মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও তাকে দেখে অনুপ্রাণিত হল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বশিক্ষা মিশন বাঁকুড়ার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার শুভঙ্কর দাস, ছাতনার বিডিও সৌরভ ধল্ল, মেজিয়ার বিডিও শেখ আবদুল্লা সহ অন্যান্য সরকারি আধিকারিক ও কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও শতাধিক ছাত্র-ছাত্রী।