মালদার গাজোলে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় মিলে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়।

0
20

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ ৬ সেপ্টেম্বর:-  মালদার গাজোলে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায় মিলে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। শুক্রবার গাজোলের থানা রোড এলাকায়। ডায়মন্ড ক্লাবের পরিচালনায় প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসবের মধ্য দিয়ে দুর্গোৎসব এর খুঁটি পূজা অনুষ্ঠিত হলো । এই দুর্গাপূজা উৎসবের হিন্দু মুসলিম উভয় মিলেমিশে এক সাথে করে থাকেন এবারো তার ব্যতিক্রম নয়। হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আজ খুঁটি পুজোর উৎসবের মধ্য দিয়ে দুর্গাপূজার পূজা খুটি পুজো অনুষ্ঠিত হয়। খুঁটি পূজার মধ্য দিয়ে পূজার ঢাকে কাঠি পড়েই প্রস্তুতি শুরু হলো প্যান্ডেলের কাজ। এবারে পুজো ৩৮ তম বর্ষ পূজো। প্যান্ডেল হবে সাবেকি আদলের এবং প্রতিমা ও থাকবে সাবেকি আদলের এবং প্যান্ডেলে বর্তমান পরিস্থিতির ওপর নানা চিত্র বা থিম তুলে ধরা হবে। এছাড়াও সমাজ কল্যাণমূলক অনেক চিত্র তুলে ধরা হবে। তারা প্রতিমা আনছেন বহরমপুর থেকে বহরমপুরের অসীম পাল প্রতিমা তৈরী করছেন বলে জানা গেছে ফিলাপ কর্তৃপক্ষর কাছ থেকে ।আজ পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পূজোর শুভ সূচনা হয় । খুঁটি পূজার অনুষ্ঠান উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অসিত প্রসাদ ,সভাপতি সুকুমার প্রসাদ সদস্য আব্দুল হাসিম, চন্দন প্রসাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।