গণেশ চতুর্থীতে রুপোর গণেশকে সোনার অলংকারে মুড়ে জোড়া গণেশ পুজোর আয়োজনে মুখার্জি পরিবার।

0
41

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার গনেশ চতুর্থী, সেই মোতাবেক এইদিন পূর্ব মেদিনীপুরের মেছেদায় স্বপ্নাদেশে পাওয়া
মুখার্জি পরিবারের ঐতিহ্যবাহী গনেশ পূজা হয় সাড়ম্বরে। এই মুখার্জি পরিবারে, দীর্ঘ ১৭ বছরের প্রতিষ্ঠিত গণেশ মূর্তি পূজা হয়। এর আগে মাটির গনেশ মূর্তি পূজো হোতো পাশাপাশি রুপোর তৈরি মূর্তির পূজা হয় এখানে। এক প্রকার জোড়া গণেশ পূজো হয় মূর্খাজী পরিবারে। এই গণেশ চতুর্থীর দিন গণেশ কে নতুন সাজে সুসজ্জিত করা হয়, পাশাপাশি সোনার অলংকার দিয়ে সাজানো হয়ে থাকে। সোনার আংটি এবং সোনার চেন সহ মুকুট পরিয়ে সাজানো হয় সিদ্ধিদাতা গণেশকে। এই পূজোয় বহু মানুষজন আসেন এই পুজোয় প্রত্যেকেই মনস্কামনা পূর্ণ করার জন্য পূজো দেন।
বাড়ির পুজো হলেও দেখে মনে হয় যেন পাড়ার কোন পুজো এমন ই ধুমধাম করে হয় গণেশ বন্দনা।
বিশেষতভাবেই পরিবারের মহিলারাই নিজেদের উদ্যোগে গণেশ পূজার আয়োজন করেন। বাড়ির কর্তী থেকে শুরু করে তার মেয়ে নাতনি সকলে মিলেই হাতে হাত লাগিয়ে গণেশ পুজোর আয়োজন করেন। পাশাপাশি আমন্ত্রিত বহু মানুষকে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয়। অনেকেই প্রদীপ মোমবাতি জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো দেন।