পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুজো পার্বণ হোক বা বিভিন্ন অনুষ্ঠান ফুলের চাহিদা মেটাতে নিজেদের বাজেটের মধ্যে ফুল ক্রয় করতে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ফুল বাজার যথেষ্ট খ্যাতি অর্জন করেছে, শনিবার গণেশ চতুর্থী, এই দিনে কোলাঘাটের ফুলের বাজারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে গত দুইদিন ধরে, জানা গিয়েছে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী একাধিক জেলার পুজো কমিটি থেকে শুরু করে বিভিন্ন ফুল ব্যবসায়ীরা এই ফুলের বাজার থেকে ফুল ক্রয় করে, তবে এই বছর প্রত্যেক বছর নেয় ফুলের দাম খুব বেশি না হওয়ায় খুশি ক্রেতারা, পাশাপাশি বিগত কয়েকদিনে ফুলের দাম একটু বেশি থাকার কারণে খুশি হয়েছিল ফুল চাষিরা, তবে যাই হোক গণেশ চতুর্থীর দিনেও কোলাঘাট ফুল বাজারে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে ক্রেতাদের।