বিদ্যালয়ের পুকুরে করা হচ্ছে মাছ চাষ, সেই মাছ রান্না হবে মিড ডে মিলে।

0
10

আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়ার স্কুলগুলি এবার ছাত্র-ছাত্রীদের পরিপূরক পুষ্টি জোগান দিতে স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। তার কারণ জেলায় নেওয়া হয়েছে এক বিশেষ উদ্যোগ। যে সমস্ত বিদ্যালয়ে পুকুর রয়েছে সেই বিদ্যালয়গুলিতে সরকারের মারফত করা হচ্ছে মাছ চাষ। বাঁকুড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে সরকারি আধিকারিকরা পরদর্শনে যাচ্ছেন এবং মৎস্য দফতরের সহায়তায় মাছ ছাড়ছেন পুকুরে। এমনটাই হল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএম নকুল চন্দ্র মাহাতো, ছাতনা ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, মিড ডে মিল ওসি এবং অন্যান্য আধিকারিকেরা। ছাত্র-ছাত্রীদের পরিপূরক পোষনের জন্য ছাতনার পণ্ডিত রঘুনাথ মুরমু আবাসিক বিদ্যালয়ের নিজস্ব পুকুরে মৎস্য দপ্তরের সহযোগিতায় ছাড়া হল মাছ। পাশাপাশি এডিএম ও ওসি মিড ডে মিল ঘুরে দেখলেন আবাসিক বিদ্যালয় চত্বর। খতিয়ে দেখলেন মিড ডে মিলের রান্নাঘর, রান্নার জিনিসপত্রের গুনগতমান। করা হল কম্পোষ্ট সারের পিট পরিদর্শন এবং মাশরুম চাষ পরিদর্শন। পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ে অবস্থিত মোট ৪৬ বিঘা জমির উপর রয়েছে একটি পুকুর। অবশেষে সেই পুকুরে কুড়ি কেজি মাছ ছাড়া হয়। মূলত ছাড়া হয় রুই এবং কাতলা। পরবর্তীকালে এই মাছই ব্যবহার করা হবে মিড ডে মিলে।