শালবোনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পূজা।

0
23

মালদার গাজোল , নিজস্ব সংবাদদাতাঃ- আমরা জানি বাঙালির ১২ মাসে ১৩ পার্বন হয়ে থাকে ,আর তার মধ্যে শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের দুর্গা পূজা উৎসব ,শনিবার
মালদার গাজোল শালবোনা সার্বজনীন দূর্গাপূজা উৎসব কমিটির খুঁটি পুজো হয়ে গেল এদিন শনিবার সকালে। শালবোনা সার্বজনীন দূর্গা পূজার এক সদস্য শিব নাথ বলেন: আমাদের শালবোনা সার্বজনীন দূর্গাপূজা এবারে প্রথম বর্ষ হতে চলেছে তাই আমরা দূর্গা পূজার উৎসব আর হাতে গোনা রয়েছে কয়টা দিন , শনিবার এদিনটা চতুর্থীর পূন্য তিথিতে ধরে শালবোনা সার্বজনীন দূর্গাপূজা উৎসবের খুঁটি পূজোর ঢাক ঢোল বাজিয়ে নিয়ম নিষ্ঠ ভুক্তির শ্রদ্ধা ভাবে ঘট বসিয়ে খুঁটিকে ভালো করে সাজিয়ে দুর্গা মায়ের আরোধনায় খুঁটি পুঁতে । খুঁটি পূজা সম্পূর্ণ হয় । শালবোনা সর্বজনীন দুর্গাপুর উৎসব খুঁটিপূজায় এদিন উপস্থিত ছিলেন : শিবনাথ বাইন, লিটন বিশ্বাস, শৈলেন মজুমদার, শুভঙ্কর সরকার, নিতিশ মন্ডল থেকে শুরু করে আরো অনেকে ।