কালচিনি চা বাগানের মোদি লাইন এলাকায় গণেশ পুজোর আয়োজন করা হয়।

0
22

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার::– আলিপুরদুয়ারের কালচিনির অন‍্যতম বড় উৎসব গণেশ পুজো। কালচিনি চা বাগানের মোদি লাইন এলাকায় পুজোর আয়োজন করা হয়। নয়দিন ধরে চলে গণেশের আরাধনা। গণেশ পুজোকে কেন্দ্র করে খুশির ধারা বয়ে যায় শ্রমিক মহল্লায়। জানা গিয়েছে, পুজো-আরতিতে অংশগ্রহণ করেন শ্রমিক মহল্লার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার অন‍্যতম গণেশ পুজো কালচিনি বাগানের পুজো। এই গণেশ পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে বহু ভক্তবৃন্দের সমাগম হয় এই কালচিনি মোদিলাইনে।