নিজস্ব সংবাদদাতা, মালদা:—-হাইকোর্টের রায়ে এক ব্যক্তির রায়তি জমির সামনের মুখ জবরদখল মুক্ত অভিযানকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর বাবুবাজার এলাকায়। জবর দখলমুক্ত করতে আসা পি.ডব্লুউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে রীতিমতো বাক-বিতন্ডা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন জবর দখলকারী তিন পরিবারের সদস্যরা। যদিও বিশাল পুলিশ বাহিনী কোনরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বুলডোজার চালিয়ে জবরদখলমুক্ত অভিযান সম্পন্ন করে বলে খবর। ঘটনা সম্পর্কে পি.ডব্লুউডি-র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ জানিয়েছেন, আদমপুর বাবুবাজার এলাকার রাজ্য সড়কের পাশে এক ব্যক্তির রায়তি জমি রয়েছে। কিন্তু সেই জমির মুখে তিন পরিবারের সদস্যরা দোকানঘর তৈরি করে জমির মুখ জবরদখল করে রেখেছিলেন। এই বিষয়ে জমি মালিক হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্টে জবরদখলমুক্ত করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে জবরদখলকারী পরিবারগুলিকে ২৬শে জুলাই-এর মধ্যে জবরদখল সরিয়ে নেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যে জবর দখল সরানো হয়নি। তাই আজ হাইকোর্টের রায় মেনে প্রশাসন জবরদখলমুক্ত অভিযান সম্পন্ন করল।
Home রাজ্য উত্তর বাংলা জবর দখলমুক্ত করতে আসা পি.ডব্লুউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে রীতিমতো...