ফালাকাটা শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হলো তৃণমূল পরিচালিত ফালাকাটা টোটো ইউনিয়ন।

0
21

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হলো তৃণমূল পরিচালিত ফালাকাটা টোটো ইউনিয়ন। রবিবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয়ে টোটো চালকদেড় নিয়ে বৈঠক করা হয়। ওই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই প্রসঙ্গে ফালাকাটা টাউন ব্লক টোটো ইউনিয়নের সভাপতি অনুপ পোদ্দার বলেন, ফালাকাটা শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে কয়েকটি প্রস্তাব নেওয়া হয়েছে। আমরা সেগুলো পুরসভাকে জানাবো।