বিশিষ্ট গায়ক ও সুরকার সলিল চৌধুরীর আজ জন্ম শতবার্ষিকী ধুমধামে সাথে পালিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়।

0
24

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশিষ্ট গায়ক ও সুরকার সলিল চৌধুরীর আজ জন্ম শতবার্শিকী। ধুমধামে সাথে পালিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়।বালুরঘাট শহরের নাট্টমন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে সলিল চৌধুরীর জন্ম শত বার্শীকি নাট্টমন্দিরে পালন করা হচ্ছে বিশিষ্ট গায়ক, শিল্পি সম্নয়ে।সলিল চৌধুরীর নাম রবিন্দ্রনাথের মত বাংলায় ছড়িয়ে পড়ুক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এটায় উদ্যোগ তাদের প্রয়াস।উদ্যোগ তাদের বক্তব্য জেলার এই উৎসব জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে নিয়ে সেখান থেকে নতুন প্রতিভা কে তুলে আনা।সেই জন্যই তাদের এই প্রয়াস।সাথে রবীন্দ্রনাথ গান থেকে শুরু করে সকল জিনিস যেমন মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে তেমনি সলিলসঙ্গীত মানুষের ঘরে ঘরে পৌঁছা এটি আমাদের কাম্য।