মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সিনগর গোবিন্দ স্মৃতি সংঘের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো।

0
12

নিজস্ব সংবাদদাতা, মালদা—কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বন হয়ে থাকে , তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বাঙালিদের উৎসব দুর্গা পূজা। রবিবার
মালদার হবিবপুর ব্লকের আইহো বক্সিনগর গোবিন্দ স্মৃতি সংঘের উদ্যোগে মহা ধুমধামে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো।সার্বজনীন দূর্গাপূজা উৎসব কমিটির খুঁটি পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে কলস যাত্রার মধ্যে দিয়ে টাঙ্গন নদীতে জল ভরে গোটা এলাকা পরীক্ষা না করে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে পুরোহিত দ্বারা মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে খুঁটি পূজার শুভ সূচনা করা হলো।পূজো কমিটির সম্পাদক মানস দাস জানান এবছর ৭৯ তম দুর্গাপুজো এই পুজোকে ঘিরে বিশেষ আকর্ষণ রয়েছে বিভিন্ন মাটির পুতুল, আলোকসজ্জা এই পুজোর ঘিরে বিভিন্ন অনুষ্ঠান করা হয়। এই প্রথম খুঁটি পূজার মধ্যে দিয়ে পূজার শুভ সূচনা করা হয়।