শিক্ষকগন বেতন পাচ্ছেন না দুই মাস ধরে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দারস্থ হলেন অস্থায়ী শিক্ষকগন।

0
43

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শিক্ষকগন বেতন পাচ্ছেন না দুই মাস ধরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুরাহা না পেয়ে মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দারস্থ হলেন অস্থায়ী শিক্ষকগন। এদিন ডেপুটেশন দিতে এসে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক রাজু পাল বলেন গত চার মাস আগে আমাদের বিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েছেন। নতুন রেজিস্ট্রার নিয়োগ হয়েই আমাদের নিয়োগ বৈধতা সহ অন্যান্য ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন এবং চার মাস আগেই বেতন বন্ধ করেছিলেন। সেই সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিজে দ্বায়িত্ব নিয়ে আমাদের দুই মাসের বেতন দিয়ে দেন। কিন্তু গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই না করায় বেতন পাচ্ছি না আমরা উপরন্তু তিনি বলেন আমাদের চাকরির বৈধতা নিয়ে বারংবার প্রশ্ন তোলেন তিনি। আজ আমরা জেলার সর্বোচ্চ প্রশাসক জেলা শাসকের নিকট আমাদের সমস্যার কথা তুলে ধরলাম এবং আমাদের যাহাতে বেতন রেগুলার হয় সেই ব্যাপারে আবেদন জানাই।