এবার খাবারের খোঁজে কোনও হাতির দল নয়, হানা দিল চিতা বাঘ।

0
10

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- খাবারের খোঁজে লোকালয়ে হাতির দলের হানায় এতদিন অভ্যস্ত ছিলেন ডুয়ার্সের বাসিন্দারা। কিন্তু রবিবার রাতে ফালাকাটা ব্লকের বেংকান্দি গ্রামে যা ঘটল, তাতে কার্যত আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ওই দিন রাতে খাবারের খোঁজে কোনও হাতির দল নয়, হানা দিয়েছিল চিতা বাঘ। শুধু তাই নয় গোয়াল ঘরে রাখা ছাগল তুলে চম্পট দেয় সে। এছাড়াও অন‍্য একটি ছাগলের গলায় আঘাত করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন‍্যান দিনের মত রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চয়েতের বেংকান্দি এলাকার বাসিন্দা খগেন রায় ও তাঁর পরিবারের সদস্যরা। আচমকাই শব্দে ও ছাগলের আর্ত চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁদের। বাইরে বেরিয়ে দেখেন গোয়াল ঘর থেকে ছাগলকে টেনে নিয়ে যাচ্ছে চিতাবাঘ। বাড়ির সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশিরা বেরিয়ে আসলে। অবস্থা বেগতিক বুঝে ততক্ষণে চিতাবাঘ ছাগলটিকে নিয়ে পালিয়ে যায়।এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি খগেন রায়। এদিকে বনদপ্তরের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে।