বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক ধাপে ১ কোটি ৪৩ লক্ষ টাকা।

0
66

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে গায়েব কয়েক ধাপে ১ কোটি ৪৩ লক্ষ টাকা। পৌরসভার অফিসের পাশেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ছিল পৌরসভার ব্যাংক অ্যাকাউন্ট। হঠাৎ করে এত বড় অঙ্কের টাকা নিখোঁজ হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে, এবং তদন্ত শুরু হয়েছে। পৌরসভার থেকে জানানো হয়,আমরা ঘটনার কথা জানতে পেরে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি।
এই ঘটনার জন্য আমাদের কোনো দায় নেই। ব্যাঙ্কের শাখা থেকেই এই ত্রুটি হয়েছে। সই ঠিকমতো না মেলানো সত্ত্বেও ব্যাঙ্ক টাকা দিয়েছে। এর সম্পূর্ণ দায় ব্যাঙ্কের। পৌরসভা দ্রুত এই ঘটনার থেকে নিজেদের দায়িত্বমুক্ত করার চেষ্টা করছে, এবং ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করেনি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে, এবং ব্যাঙ্কিং ব্যবস্থার ব্যর্থতার ওপর নজর দেওয়া হচ্ছে। এত বড় আর্থিক ক্ষতি জনসাধারণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, এবং ব্যাঙ্কগুলির দায়বদ্ধতা ও কঠোর যাচাই প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে পৌরসভার একাউন্ট হ্যাক হয়েছে বলেই মত পৌরসভার অধিকারিকদের।