নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- লোকালয়ে চলে আসা কচ্ছপকে বনদফতরের হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে ফালাকাটা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগান বাড়ি এলাকায়। জানা গিয়েছে, সোমবার দুপুরে সংশ্লিষ্ট এলাকার একটি ধানখেতে ওই কচ্ছপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করেন মাদারিহাট রেঞ্জের বন কর্মীদের সঙ্গে।জানা গিয়েছে, বিলুপ্ত প্রায় এই প্রাণীটির যাতে কোন ক্ষতি না হয় তাই তাঁরা সেটি বনদফতরের হাতে তুলে দিতে চাইছেন। এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার লোকালয়ে চলে আসা কচ্ছপকে বনদফতরের হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এলাকাবাসীরা।