মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষকে ‘ডিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা।

0
46

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ – আর জি কর কাণ্ড নিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে যে আন্দোলন চলছিল তাতে নতুন মাত্রা যোগ হল বুধবার। এ দিন, মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষকে ‘ডিন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাদের দাবী অভীক দে, বিরুপাক্ষ বিশ্বাসদের বাড়বাড়ন্তের পিছনে হাসপাতাল সুপার ডাঃ তাপস ঘোষের প্রচ্ছন্য মদত ছিল। তাই অবিলম্বে সুপারকে ডিন পদ থেকে সরাতে হবে। তাপস ঘোষকে ডিন পদ থেকে না সড়ালে এর পিছনে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রত্যক্ষ মদত আছে বলে ধরে নেওয়া হবে। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, মেডিক্যাল কলেজের অতিথিশালায় আর জি কর কাণ্ড ও চিকিৎসা দুর্নীতিতে নাম জড়ানো অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসের মতো চিকিৎসকদের থাকা নিয়ে যে অভিযোগ উঠেছিল তা অস্বীকার করেছিলেন তাপস ঘোষ। সেই কারণেই তাকে অপসারণের দাবি তোলা হয়েছে বলে বিক্ষোভকারীরা জানান। বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডাঃ মৌসুমি বন্দ্যোপাধ্যায় বলেন, এতদিন তাপস বাবু ভাল ভাবেই দুটি পদ সামলাচ্ছিলেন। যেহেতু জুনিয়র ডাক্তাররা তাকে ডিন ওফ স্টুডেন্ট পদ থেকে সরানোর দাবী তুলেছেন, তাই মেডিকেল কলেজ কাউন্সিলের বৈঠকে এই নিয়ে আলোচনা করা হবে।