স্থানীয় কারোর মদতে বহিরাগত দুষ্কৃতীদের আসর? উঠেছে প্রশ্ন।

0
18

নিজস্ব সংবাদদাতা, মালদা: এলাকায় অচেনা ব্যক্তিদের আনাগোনা। কখনো মুখোশ পরে আবার হাতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি। স্থানীয় এক বাড়িতে দুই ব্যক্তিকে ঢুকতে দেখেই বাড়ি ঘেরাও এলাকাবাসীর। যদিও গৃহকর্তার দাবি এই দুজন ওঝা। তার বাড়িতে একা থাকতে ভয় লাগে তাই তিনি ডেকেছিলেন। তবে কি এলাকায় ওঝা গুণীদের বুজরুকির চক্র ? নাকি স্থানীয় কারোর মদতে বহিরাগত দুষ্কৃতীদের আসর? উঠেছে প্রশ্ন। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় আছে চাঁচল থানার পুলিশ। ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। যদিও তাদের নিয়ে যেতে বাধা দেয় গ্রামবাসী। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আজ দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অপরিচিত লোকের আনাগোনা বেড়েছে গ্রামে। চলছে চুরির চেষ্টা। আজ সকালে ওই দুই অপরিচিত ব্যক্তিকে গ্রামেরই এক ব্যক্তি নুর আলমের বাড়িতে ঢুকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই ওই বাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে চাচল থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গাড়িতে নিয়ে আসার সময় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখার স্থানীয় বাসিন্দারা। এমনকি ওই দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় গাড়ি থেকে। ঘটনা ঘিরে উত্তেজনায় এলাকায়