চালকের তৎপরতায় ফের রক্ষা পেল হাতি পাল।

0
21

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- চালকের তৎপরতায় ফের রক্ষা পেল হাতি পাল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। ডাউন ধুবরি শিলিগুড়ি ইন্টার সিটি এক্সপ্রেসের চালকের তৎপরতায় এই দূর্ঘটনাটি এড়ানো গিয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, রেল লাইনের হাতির পাল দেখে জরুরী ব্রেক কষে ডাউন ধুবরি শিলিগুড়ি ইন্টার সিটি এক্সপ্রেস থামিয়ে দেন ট্রেন চালক। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাট রেল স্টেশনের মাঝে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, পাঁচ হাতির পালে দুই শাবক ছিল। দীর্ঘক্ষন ট্রেন আটকে রাখে হাতির পাল। পরবর্তীতে ওই হাতির পালটি জঙ্গলে প্রবেশ করে ট্রেন পুনরায় চলতে শুরু করে। ট্রেন চালকের ভূমিকায় খুশি বন দফতর থেকে শুরু করে বন্যপ্রাণী প্রেমী সংগঠনগুলি।