মহা ধুমধামে পালিত হলো রাধা অষ্টমী।

0
25

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —গাজোলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উদযাপিত হয়ে গেল বুধবার রাত্রিতে ।মালদার গাজোলে বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে রাধা অষ্টমী উৎসব পালিত হয় ।গাজোলের বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন বৈষ্ণবীয় আশ্রম এবং গাজোল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্যোগে রাধা অষ্টমীর পালিত হয়। এছাড়াও গাজোলের উত্তর আলাল অঞ্চলের ময়না সার্বজনীন শ্রী শ্রী ভাগবত মঞ্চের উদ্যোগে এবং অনুষ্ঠান পরিচালনায় দয়ালবাবা ও ভক্তবৃন্দদের সহযোগিতায় ময়না প্রাইমারি স্কুল ময়দানে ব্যাপক উৎসব উদ্দীপনার ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালন করেন ।রাধা অষ্টমী উপলক্ষে প্রচুর ভক্তদের সমাগম হয় ।রাধা অষ্টমী উপলক্ষে এখানে সপ্ত দিবসীয় শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুভ অধিবাস ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। ১১ই সেপ্টেম্বর বুধবার দুপুরে রাধারাণীর জন্মাষ্টমী পূজা অনুষ্ঠিত হয় । ১১ ই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় ভাগবত পাঠ করেন মালদা জেলার গাজোলের ১লাখী নিত্যানন্দ স্টোলের গোসাই হরিদাস বাবাজি সহযোগিতায় এই আশ্রমের কর্ণধার দয়াল বাবাজি। ভাগবত পাঠ শোনার জন্য প্রচুর ভক্তদের সমাগম হয়। ভাগবত শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। ১২ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার থেকে ১৮ সেপ্টেম্বর রোজ বুধবার পর্যন্ত প্রতিদিন বৈকাল পাঁচটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে ।ভাগবত পাঠ করবেন পূর্ব বাংলাদেশের পুষাইনগর কুলাউড়া মৌলভীবাজার সিলেট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয়ের সেবক ভক্তি কিংকর দামোদর মহারাজ। এই অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তরা শ্রী শ্রী ভাগবত পাঠ শ্রবণের জন্য আসেন । এছাড়া কমিটির পক্ষ থেকে সকল দেশ-বিদেশের ভক্তবৃন্দদের জন্য আসার জন্য আহ্বান জানান হইতেছে যে আমাদের মালদার গাজোলের ময়না সার্বজনীন ভাগবত মঞ্চের পক্ষ থেকে। ভক্তদের জন্য তারা প্রসাদের ব্যবস্থা করেছেন। দেশের শান্তি কামনায় শ্রী শ্রী ভাগবত পাঠের আয়োজন করা হয়ে থাকে ।