মালদার বিখ্যাত রেশম শিল্পর আরো উন্নয়ন এবং আগামী মাসের প্রথম সপ্তাহেই পুরোপুরি ভাবে সিল্ক পার্ক চালুর উদ্দেশ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক।

0
14

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মালদার বিখ্যাত রেশম শিল্পর আরো উন্নয়ন এবং আগামী মাসের প্রথম সপ্তাহেই পুরোপুরি ভাবে সিল্ক পার্ক চালুর উদ্দেশ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক। বৃহস্পতিবারের সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, সেরিকালচারের ডেপুটি ডিরেক্টর সুরজিৎ চৌধুরী সহ রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রেশম শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের কর্মীকর্তারা। জেলাশাসক জানান, আগামী অক্টোবর মাসের প্রথম তারিখেই সিলক পার্কটি পুরোদমে চালু হয়ে যাবে। সেখানে রেশম শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ উপকৃত হবেন। রেশম শিল্প যাতে আরো উন্নত মানের করা যায় এবং কি করে সম্ভব কি প্রয়োজন, সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।