এটিএম মেশিনে কারসাজি করে টাকা হাতিয়ে নেবার সন্দেহে বিহারের দুই তরুনকে আটক করল পুলিশ।

0
35

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এটিএম মেশিনে কারসাজি করে টাকা হাতিয়ে নেবার সন্দেহে বিহারের দুই তরুনকে আটক করল পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গারামপুরে। পুলিশ জানিয়েছে আটক হওয়া দুই তরুণ হলেন রেজওয়ান খান (২৪) ও রাজীব কুমার (২৬)। তাদের বাড়ি বিহারের গয়া এলাকায়।
গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম মেশিন। গ্রাহকরা সেখানে টাকা তুলতে গেলে মাঝে মধ্যে এটিএম মেশিনে টাকা আটকে যেত। অভিযোগ মেশিন থেকে টাকা বের না হলেও গ্রাহকের ত্র্যাকাউন্ট থেকে টাকা কেটে যেত। এতে অনেকে প্রতারিত হয়েছেন। গত দেড় মাস আগে বিষয়টি এটিএম সংস্থার নজরে আসে। এরপরে এটিএম সংস্থার কর্মীরা স্থানীয় দোকানদারদের বিষয়টি সম্পর্কে সর্তক করেন।এটিএম কর্মীরা স্থানীয় ব্যবসায়ীদের জানিয়ে যান যদি কারো টাকা মেশিন বের না হয় তাহলে যেন ফোন করেন। এদিন দুপুরে ব্যক্তি শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এটিএমে টাকা তুলতে আসেন। কিন্তু মেশিন থেকে টাকা বের না হলেও ত্র্যাকাউন্ট থেকে টাকা কেটে যায়। বিষয়টি স্থানীয় দোকানদারকে জানান গ্রাহক। সঙ্গে সঙ্গে এটিএম সংস্থার কর্মীকে ফোন করেন দোকানদার। সে সময় এটিএম সংস্থার কর্মী দোকানদারকে নজরে রাখতে বলেন যদি এক সঙ্গে কেউ এটিএমের ঘরে ঢোকে তাহলে যেন আটকে দেয়। কিছুক্ষণের মধ্যে দুই তরুণ এটিএমে ঘরে ঢুকলে সাটার নামিয়ে তাদের আটকে দেওয়া হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে দুই তরুণকে উদ্ধার করে। আটক করা হয়। পুলিশ জিঞ্জাসাবাদে জানতে পারে তাদের বাড়ি বিহারের গয়ায়।