শারদীয়ার প্রাক্কালে করম পরবে মেতে উঠল ডুর্যাস।

0
29

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শারদীয়ার প্রাক্কালে করম পরবে মেতে উঠল ডুর্যাস। উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে করম পুজা অনুষ্ঠিত হল ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের জিরকু লাইনে।জানা গিয়েছে, আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব করম পূজো। মূলত প্রকৃতির পূজো হয়। ধামসা মাদলের তালে নৃত্য ও সঙ্গীতের মধ‍্য দিয়ে সারারাত ব‍্যাপী চলে করম পূজো। উদ্যোক্তারা জানান, “সন্ধ্যায় শুরু হয় মূল পুজো। মূলত প্রকৃতিকে সন্তুষ্ট রাখতেই এই পুজোর আয়োজন। প্রকৃতিই মানব সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এছাড়া এই পুজোর মধ্য দিয়ে বোনেরা দাদা ও ভাইদের মঙ্গল কামনা করে। রবিবার সকালেই নদীতে করম বিসর্জন দেওয়া হবে।”