আজ পৌরসভা চালিত মাতৃসদন এ হঠাৎ করে আগুন লাগায় চাঞ্চল্য।

0
40

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ পৌরসভা চালিত মাতৃসদন এ হঠাৎ করে আগুন লাগায় চাঞ্চল্য। ঘটনাস্থলে দমকলের একটি একটি ইঞ্জিন। ছুটে আসেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি জানান মাতৃসদন এর মিটিং হলে সর্ট সার্কিট থেকে হঠাৎ করে ধোয়া বেরহতে দেখলে চাঞ্চল্য ছড়ায় এমত অবস্থায় খবর পেয়ে ছুটে আসেন পুরোপিতা অশোক বাবু।তারপর তিনি দমকল দপ্তরে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ এ আনে বলে যানায় অশোক বাবু।তবে বড় ধরনের ক্ষয় খতির হাত থেকে রক্ষা পেয়েছে মাতৃ সদন ও পৌর হাস্পাতালের থাকা কর্মী থেকে অসুস্থ রোগীরা।