নিজস্ব সংবাদদাতা, মালদা, ১৫ সেপ্টেম্বর :- রবিবার সাত সকালে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিনকে বোমা মেরে খুনের ঘটনায় ব্যাপক ব্যাপক আতঙ্ক ছড়াল মালদার মানিকচকের ধরমপুরে। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করছেন উত্তেজিত জনতা। জানা গেছে, এদিন সকাল ৯টা নাগাদ মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিন ধরমপুর স্ট্যান্ডের কাছে বাজারে বাজার করতে করতে যান। তিনি বাইক থেকে নেমে বাজারে ঢুকতে না ঢুকতেই কয়েকজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় অতর্কিতে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরপর দুটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। সেই বোমা লাগে কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিনের পিঠে। ফলে ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে প্রাণ হারান। এছাড়াও দুজন বোমার আঘাতে গুরুতর জখম হন বলে খবর। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে নিহত কংগ্রেস নেতার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। তারা কান্নায় ভেঙে পড়েন। এবং ঘটনার প্রতিবাদে রাস্তায় মৃতদেহ রেখে পথ অবরোধ করেন। ঘটনায় নিহত কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিনের আত্মীয় স্বজনদের অভিযোগ, এই খুনের ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। তারা গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি সেখ নাসিরের লোকজন। তারাই সেখ সাইফুদ্দিনকে প্রকাশ্য দিবালোকে জনবহুল বাজারের মধ্যে বোমা মেরে খুন করেছে। তারা চান পুলিশ ঘটনায় জড়িত দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করুক।
Home রাজ্য উত্তর বাংলা কংগ্রেস নেতা সেখ সাইফুদ্দিনকে বোমা মেরে খুনের ঘটনায় ব্যাপক ব্যাপক আতঙ্ক ছড়াল...