কংসাবতী নদীর উপর থাকা ময়না এবং পাঁশকুড়ার সংযোগস্থল যে দুটি বাঁশের সাঁকো তা কাঁসাই নদীর জলের তোড়ে ভেঙে যায়।

0
27

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েক দিনের অবিশ্রান্ত বৃষ্টির ফলে জল বেড়েছে কংসাবতীর, আর যার ফলেই কংসাবতী নদীর উপর থাকা ময়না এবং পাঁশকুড়ার সংযোগস্থল যে দুটি বাঁশের সাঁকো তা কাঁসাই নদীর জলের তোড়ে ভেঙে যায়। এর ফলেই পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পাঁশকুড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। রামচন্দ্রপুর এবং প্রজাবাড়ের দুটি বাঁশের সেতু ভেঙে বন্যার জলের স্রোতে ভেসে যায়। তবে কংসাবতীতে জল বাড়ার ফলে বন্যার আশঙ্কা করছে স্থানীয় মানুষ জন। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসনের আধিকারিকেরা।