নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- করম বিসর্জন ও মেলা অনুষ্ঠিত হল কড়াইবাড়ি এলাকায়। ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কড়াইবাড়ি এলাকায় অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ফালাকাটা ব্লক কমিটির উদ্যোগে করম বিসর্জন ও মেলার আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তি, ধুলাগাও, দেওগাঁও সহ মোট ৯ টি পুজো কমিটি কড়াইবাড়ির গেরগেন্দা নদীর ঘাটে বিসর্জনে সামিল হয়েছেন। এছাড়াও সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ডুয়ার্সের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব করমপুজো। শনিবার সারারাত ব্যাপী চলে করমপুজো এবং রবিবার সকালে করম বিসর্জন আয়োজিত হয়। ধামসা, মাদলের তালে নাচতে নাচতে করম বিসর্জনে সামিল হন সকলে।