বাঁকুড়ার ইন্দাসের ফাদিলপুর ও নামো ধরমপুর এলাকার প্রায় হাজার বিঘা চাষের জমি জলের তলায়।

0
20

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- নিম্ন চাপের টানা বৃষ্টিতে জেরবার রাজ্যের মানুষ, কোথাও ঢুকেছে একরের পর একর চাষ জমি আবার কোথাও ভেঙেছে একের পর এক মাটির বাড়ি আর এ রকমই এক ভয়ঙ্কর চিত্র উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ফাদিলপুর ও নামো ধরমপুর এলাকার। উল্লেখ্য এই দুই এলাকার প্রায় হাজার বিঘা ধান জমি সম্পূর্ণ জলের তলায় চলে গেছে শুধু তাই নয় এলাকা জুড়ে ভেঙে পড়েছে একাধিক মাটির বাড়ি। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীর। ধানের থোর অবস্থায় ধান জমি জলের তলায় চলে যাওয়াতে চরম ক্ষতির মুখে এলাকার চাষীরাও, এ সম্পর্কে এলাকাবাসী কি বলছেন চলুন শোনাবো বিস্তারিত