বাড়ির উঠান যেন পুকুর, মেঝেতে জল, ঘরের মধ্যে লুকিয়ে সাপ,চরম বিপদে বৃদ্ধা।

0
27

আবদুল হাই, বাঁকুড়াঃ – জল যন্ত্রণার আরেক করুন চিত্র উঠে এলো সাংবাদিকের ক্যামেরায় , ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস ব্লকের নামো ধরমপুর এলাকার।
প্রায় ৮০ উর্দ্ধ বৃদ্ধার বাড়ির চারপাশে হাঁটু সমান জল, বাড়ির মেঝেও ডুবেছে জলে , বন্ধ রান্নাবান্না। জলে ভাসতে ভাসতে সাপ আশ্রয় নিয়েছে বাড়ির মধ্যে, চরম বিপদের মধ্যেই বৃদ্ধা কাটাচ্ছে দিন। এলাকায় জল থাকার কারণে অন্যেরাও যেমন অসুবিধার মধ্যে আছে কিন্তু এতটাও ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যে তারা পড়েনি যে বিপদের মধ্যে দিন যাপন করছেন এই পরিবারটি।
মাটির বাড়ি এইভাবে জল স্থগিত থাকলে হয়তো অচিরেই ভেঙে পড়বে মাথার উপর , তার উপর প্রতিদিনের দিন যাপনের ন্যূনতম চাহিদা খাদ্য সেটাও সঠিক সময়ে জুটছে না কপালে কারণ পরিপাক করার জায়গাতেও জলে জলময়।
এই চিত্র শুধু আজকের নয় একটু ভারী বৃষ্টি হলেই এভাবেই চরম বিপদের মধ্যে পড়তে হয় এই বৃদ্ধা কে ।