মহাসমারহে পালিত হচ্ছেঈদ-এ-মিলাদ-উন-নবী দিবস।

0
29

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে এই দিবস টি যথাযথ মর্যাদাই পালিত হচ্ছে। রামনগরের বিভিন্ন প্রান্তে মসজিদে তরফ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করানো হয়। বিশ্ব শান্তির জন্য এক বিশেষ বার্তা বলে জানিয়েছেন উদ্যোক্তারা,
পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিনটি ঈদ-এ-মিলাদ-উন-নবী হিসেবে পালিত হচ্ছে।
সোমবার বিশ্ব নবী দিবস, ঈদ-এ-মিলাদ-উন-নবী। এই দিনটি পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিন। দেশের বিভিন্ন প্রান্তে যথাযথ ধর্মীয় উত্সাহ ও উদ্দীপনার সঙ্গে আজ ঈদ-এ-মিলাদ-উন-নবী পালিত হচ্ছে। পয়গম্বরের জীবন ও তাঁর শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে আয়োজিত হচ্ছে মিলাদ-মেহফিল এবং সিরাত চর্চার। এই উপলক্ষে অনেক জায়গায় মিলাত শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে।
মহানবী হজরত মহম্মদের জন্মদিন মিলাদ-উন-নবী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মহানবী ভালোবাসা এবং সৌভ্রাতৃত্বের আদর্শে সমাজের সকল মানুষকে অনুপ্রাণিত করেছেন। এছাড়া তিনি সাম্য ও ঐক্যের কথাও বলেছেন। রাষ্ট্রপতি সংশ্লিষ্ট সকলের কাছে পবিত্র কোরানের শিক্ষায় এক শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।