ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি দুই নাবালককে নিয়ে কোনোক্রমে পালিয়ে প্রাণ বাঁচালেন মা।

0
6

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- ঘুমন্ত অবস্থায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি দুই নাবালককে নিয়ে কোনোক্রমে পালিয়ে প্রাণ বাঁচালেন মা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের প্রতাপপুর গোয়ালাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় প্রতাপপুর এলাকার বাসিন্দা খুকুমণি পালুই দুই শিশু সন্তানকে নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন বাড়িতে কিন্তু মাঝ রাতে বন্যার জল মাটির বাড়িতে ঢুকে পড়ার কারণে বাড়ি ভেঙে পড়ার উপক্রম হয়। পরিস্থিতি বুঝতে পেরে কোনওক্রমে দুই শিশুসন্তানকে নিয়ে বাড়ির বাইরে আসতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পরে গোটা বাড়ি। স্বামী কাজে সূত্রে থাকেন বাইরে দুই সন্তানকে নিয়ে রীতিমতো পথে বসছেন ওই অসহায় মহিলা। আক্ষেপের সুরে তিনি বলেন প্রশাসনের লোকজন সাহায্য করা তো দূরের কথা খোঁজ টুকু পর্যন্ত নিতে আসেনি। একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে দরবার করেও মেলেনি আবাস যোজনা ঘর, এখন কিভাবে কাটবে দিন তা ভেবেই পাচ্ছেন না তিনি। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বাপন বর বলেন আমাদের এই পঞ্চায়েত বিজেপি জয়ী পঞ্চায়েত আর সেই কারণেই আমরা অধিকাংশ সরকারি সাহায্য থেকে বঞ্চিত আমাদের তরফে যতটুকু সাহায্য দিয়ে পাশে দাঁড়ানো সম্ভব তা আমরা চেষ্টা করছি।। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর। তিনি বলেন আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েত কি সমান দৃষ্টিতে দেখি বিশেষত বন্যার সময় জেলা শাসকের কড়া নির্দেশ রয়েছে কোথাও যেন একটি মানুষও সমস্যার সম্মুখীন না হয় সেই ব্যাপারে নজরদারি চালাতে হবে আমরা সেই নির্দেশ মতো নজরদারি চালাচ্ছি আমাদের কাছে এই তথ্য ছিল না সংবাদ মাধ্যমের কাছ থেকে তথ্য পেলাম দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব।