জমি বিবাদের জেরে মামা কে পোলের মধ্যে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই ভাগ্না সহ তার পরিবারের বিরুদ্ধে।

0
26

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –,১৮ সেপ্টেম্বর : – জমি বিবাদের জেরে মামা কে পোলের মধ্যে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই ভাগ্না সহ তার পরিবারের বিরুদ্ধে।অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবক।থানায় অভিযোগ দায়ের করেছে আহত যুবকের স্ত্রী।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর গ্রামে।পুলিস সূত্রে জানা গিয়েছে,আহত যুবকের নাম আসিম আলি(৪০)।তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে।অভিযোগ উঠেছে তার দুই ভাগ্না নুর ইসলাম ও রফিকুল ইসলাম সহ মোট ১২ জনের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ছেলে নুর ইসলাম ও মা নুরেসা বিবির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছে।অভিযোগ,নুরের বাবা মারা যাওয়ার আগে সে তার সমস্ত সম্পত্তি স্ত্রীর নামে করে দেন।বাবার সম্পত্তির অংশ নিয়ে মায়ের সঙ্গে বিবাদ শুরু হয় ছেলের। তাদের বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। এরপর ছেলে মাকে ঘর থেকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ।মা নুরেসা বিবি ছয় মাস ধরে ভবানীপুর গ্রামে বাবার বাড়িতে রয়েছে।সোমবার সন্ধ্যায় ভাগ্না নুর ও রফিকুল গ্রামের একজন কে দিয়ে ফোন করে লক্ষনপুর বাস স্ট্যান্ডে ডাকে মামা আসিম কে।এরপর সেখানে তাকে বেধরক মারধর করে বাইকে করে তুলে নিয়ে যায় গ্রামে।পোলের মধ্যে বেঁধে বাঁশ দিয়ে মারধর করে।অচৈতন্য অবস্থায় পড়ে থাকে আসিম।খবর পেয়ে পুলিস তাকে উদ্ধার করে নিয়ে আসে।অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।