হবিবপুর ব্লক ও হবিবপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহো বাজারে হানা।

0
27

নিজস্ব সংবাদদাতা, মালদা – —হবিবপুর ব্লক ও হবিবপুর থানা প্রশাসনের উদ্যোগে সাত সকালে আইহো বাজারে হানা।বাজার মূল্য খতিয়ে দেখতে বিভিন্ন সবজি বাজার সহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য কি রয়েছে খতিয়ে দেখলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা ।আজ বিশ্বকর্মা পূজা তারপরে রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গাপুজো পুজোর মুখে সবজি, আনাজপাতির অগ্নিমূল্য। তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি, আনাজপাতির দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার হবিবপুর ব্লক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন এবং ব্লক কৃষি দপ্তরের আধিকারিক অজয় রাম হবিবপুর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালাল আইহো ও বুলবুলচন্ডী বাজার এলাকায়। তারা বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন। খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি, আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন। ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের কতটা তফাৎ রয়েছে তা যাচাই করেন। কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন। পরে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হবিবপুর ব্লকের জয়েন্ট বিডিও রাকেশ গাইন বলেন-বিভিন্ন বাজারে গিয়ে দেখা হল কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও ক্ষতি দেখা হয়।আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রশিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখলেন।