অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলের তরে ভাঙলো পাঁশকুড়ার কাঁসাই নদীর বাঁধ,প্লাবিত পাঁশকুড়া পৌরসভার ও গ্রামিন এলাকা।

0
137

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত তিন দিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, প্লাবিত হয়েছে বহু গ্রাম থেকে শুরু করে চাষের জমি, তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি,আর এই অতি ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জলাশয় জল বেড়ে যাওয়ার কারণে ভাঙছে বহু বাঁধ,পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১৭ ওয়ার্ড যন্দরা এলাকা ও ১৫ নম্বর ওয়ার্ড এলাকার কাঁসাই নদীর বাঁধ ভেঙে যায় গভীর রাতে। ভাঙ্গনের জেরে পৌরসভা ও গ্রামীণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসীরা। ইতিমধ্যেই শেষ দপ্তর এবং জেলা প্রশাসনের আধিকারিকেরা ভাঙ্গন এলাকায় উদ্দেশ্যে রওনা দেয়। গোটা এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে, পাশাপাশি ওইসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা।