নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- আসন্ন দূর্গা পূজা উপলক্ষে পুজো কমিটি গুলির অনুমতি পেতে একটি অ্যাপ চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন।
দূর্গা পূজার অনুমতি পেতে পুজো কমিটি গুলোকে আগে থানায় আবেদন করতে হতো। এরপর বিদ্যুৎ দপ্তর পরিবেশ দপ্তর দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হতো। গত বছর বেশ কিছু ক্ষেত্রে পোর্টালের মাধ্যমে অনুমতি পাওয়া গেলেও এ বছর একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ইজি ফেস্ট নামে ওই অ্যাপসের মাধ্যমে পুজো কমিটি গুলি বিভিন্ন দপ্তরে আবেদনের মাধ্যমে অনুমতি পেতে পারবে। এদিন আনুষ্ঠানিকভাবে ওই ইজি ফেস্ট নামক অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল।
পাশাপাশি তিনি সাংবাদিকদের জানান, পুজো উপলক্ষে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সাধারণ মানুষ যাতে স্বচ্ছন্দ্যে পুজো দেখতে পারে সে বিষয়ে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে। টোটো সহ বিভিন্ন যান চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ বিধি নিষেধ সহ রুট ম্যাপ করা হবে।