ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
20

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে রানির বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন বন্যা পরিস্থিতি পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী গাড়ি মেদিনীপুর সারকিট হাউসে যাওয়ার পথে রানীরবাজার এলাকার বানভাসি মহিলারা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ঘিরে দাঁড়ায় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার জন্য । মুখ্যমন্ত্রীর দেহ রক্ষীও পুলিশ কর্মীরা তাদের সরিয়ে দেন ।বানভাসিরা অভিযোগ করেন পানীয় জল পাচ্ছেন না সরকারি ত্রান পাচ্ছে না। সরকারি প্রকল্পের ঘর পাচ্ছেন না বলে বানভাসি মানুষদের অভিযোগ। মূলত ত্রাণ ,ত্রিপল ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান ওই এলাকার মহিলারা। মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি দেখছেন বলে বানভাসি মানুষদের আশ্বাস দেন। প্রশাসনিক আধিকারিকদের ও প্রয়োজনীয় নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন ম্যান মেড বন্যা। রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়াই এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।পরে অবশ্য ঘাটাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জী বানভাসি মানুষদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।