পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিতে বন্যার আশঙ্কা, মাইথন-পাঞ্চেত থেকে বাড়ছে জল ছাড়ার পরিমাণ।

0
26

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:-  প্রবল দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাইথন, পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। দুপুরে ১ লক্ষ ৩৭ হাজার কিউষেক জল ছাড়ার পর রাতে এই সংখ্যা বাড়িয়ে ২ লক্ষ ৭০ হাজার কিউষেক করার কথা রয়েছে। এর ফলে দুই বর্ধমান, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। যদিও পশ্চিম বর্ধমানের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ঝাড়খণ্ডের বৃষ্টিপাত কমার কোনো লক্ষণ না থাকায় মাইথন এবং পাঞ্চেত থেকে আরও জল ছাড়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সতর্ক করা হয়েছে। ফলে নদীতীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, কারণ বন্যার আশঙ্কা আরও প্রকট হচ্ছে।