বিভিন্ন জলাধারে জল ছেড়ে দেওয়ায় কাঁসাই নদীর জল বেড়ে যাওয়ার কারণে নদী বাঁধ ভেঙে প্লাবিত পাঁশকুড়ার একাধিক ওয়ার্ড ।

0
21

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কয়েকদিনের অতি বর্ষণের ফলে প্লাবিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা জলমগ্ন, কার্যত চাষের জমি জলের তলায়, ভেঙে গিয়েছে একাধিক বাড়ি, কার্যত দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, এমত অবস্থায় বিভিন্ন জলাধারে জল বেড়ে যাওয়ার কারণে ধীরে ধীরে জল ছাড়তে শুরু করেছে বিভিন্ন জলাধার গুলি,আর তাতেই আরো সমস্যায় নদীর তীরবর্তী এলাকার মানুষজন, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া কাসাই নদীতে ধীরে ধীরে জল বেড়ে যাওয়ার কারণে নদী বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করেছিল সাধারণ মানুষ, সেইমতো আগেভাগেই নদী বাঁধ শক্ত করতে বহু চেষ্টা চালিয়েছিল এলাকাবাসীরা, অবশেষে সেই চেষ্টার অবসান ব্যর্থ হল সমস্ত চেষ্টা, বুধবার ঘটনা ঘাট নদী বাঁধ ভেঙে কার্যত প্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার ১৫ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, এই মত অবস্থায় স্থানীয় প্রশাসনের উপর আঙুল তুলছেন স্থানীয় মানুষজন, স্থানীয় মানুষের বক্তব্য এই সময় সরকার তাদের কিছু সাহায্য করলে কিছুটা উপকৃত হবেন, তবে প্রশাসনের তরফে সমস্ত বিষয় ক্ষতি দেখার পর ক্ষতিপূরণের আশ্বাস জানিয়েছেন তারা।